Finance News

Titagarh Rail Systems Ltd: লগ্নি করুন রেলের এই সংস্থায়, সেনার বরাত পেতেই শেয়ায়ের দরে ঊর্ধ্বগতি

Published

Fact checked by Ashok Dey Insurance and Finance Expert, Linkedin

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

মুম্বই: সম্প্রতি, প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে ১৭০ কোটি টাকা মূল্যের এক কাজের বরাত পেয়েছে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (Titagrah Rail System Ltd)। আর তারপরই, রেলের এই সংস্থার শেয়ারের দর প্রায় ৮ শতাংশ বাড়ল। বুধবার (২১ ফেব্রুয়ারি), সংস্থার শেয়ার বিক্রি হচ্ছে ১,০১১.০০ টাকায়। গতকাল বাজার বন্ধের সময় রেলের এই উৎপদন ইউনিটের শেয়ারের দর ছিল ৯৫৬.৫০ টাকা। সংস্থার ফাইলিং অনুসারে, ২৫০টি বিশেষ নকশার ওয়াগন তৈরির বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। চুক্তি অনুসারে, এই চুক্তি স্বাক্ষরের ১২ মাস পর থেকে এই ওয়াগনগুলি তৈরির কাজ শুরু হবে এবং ৩৬ মাসের মধ্যে শেষ হবে। আর এই বরাত পাওয়ার পরই, এক লাফে অনেকটা বাড়ল টিটাগড় পল সিস্টেমস লিমিটেডের শেয়ারের দর।

বর্তমানে, টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের মূলধন দাঁড়িয়েছে ১৩,৬১৫.৫২ কোটি টাকা। গত এক বছরে সংস্থার আয় ২৫ শতাংশ বেড়েছে। ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে তাদের মোট আয় হয়েছিল ৭৬৬ কোটি টাকা। ২০২৩-২৪-এ একই সময়ে সংস্থার আয় বেড়ে ৯৫৫ কোটি টাকা হয়েছে। একই সময়ে মুনাফা ৩৩ কোটি থেকে ১২৭ শতাংশ বেড়ে হয়েছে ৭৫ কোটি টাকা। সব মিলিয়ে এখন, ২৭,৪৬৬ কোটি টাকার বরাত রয়েছে টিটাগড় রেলের হাতে। সব মিলিয়ে তাদের ১৯,২৫৯টি ওয়াগন তৈরি করতে হবে তাদের। এর মধ্যে যেমন ভারতীয় রেলের ওয়াগন তৈরির বরাত রয়েছে, তেমনই বেসরকারি সংস্থার ওয়াগন তৈরির বরাতও রয়েছে। আগামী ৩-৪ বছরের মধ্যে ভারতে মেট্রো রেল নেটওয়ার্ক দ্বিগুণ করতে চায় মোদী সরকার। তাই, টিটাগড়ে এখন ওয়াগন তৈরির প্রচুর চাপ রয়েছে। এর ছাপ পড়ছে সংস্থার স্টকেও।

টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের স্টক, গত ছয় মাসে ৪৭.২৬ শতাংশ এবং গত এক বছরে ১১৬.৮৪ শতাংশ রিটার্ন দিয়েছে লগ্নিকারীদের। ধরা যাক, কোনও লগ্নিকারী এক বছর আগে এই সংস্থার ১ লক্ষ টাকার শেয়ার কিনেছিলেন। এক বছর পর, তাদের সেই শেয়ারের মূল্য এখন দাঁড়িয়েছে ২.১৬ লক্ষ টাকায়। ভারতের ওয়াগন তৈরির সংস্থাগুলির মধ্যে টিটাগড়ই শীর্ষস্থানে রয়েছে। মালবাহী ওয়াগন, যাত্রীবাহী কোচ, মেট্রো ট্রেন, ট্রেনের বৈদ্যুতিক যন্ত্রপাতি, ইস্পাতের ঢালাই, ইত্যাদির তৈরি করে এবং বিক্রি করে। দেশে তো বটেই, বিদেশেও তাদের পণ্য পাঠায় রেলের এই সংস্থা।

READ  TATA Motors, মারুতির ঘাম ছুটিয়ে শেয়ার বাজারে নামছে Hyundai, কবে থেকে কিনতে পারবেন IPO?

Please Share With Your Friends