Finance News

Reliance: এক সপ্তাহে বদলে গেল খেলা, ৮২ হাজার কোটি টাকার ক্ষতি মুকেশ অম্বানির

Published

Fact checked by Ashok Dey Insurance and Finance Expert, Linkedin

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

মুম্বই: সপ্তাহটা মুকেশ অম্বানি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য মোটেই ভাল গেল না। এক সপ্তাহেই ৮২ হাজার কোটি টাকার লোকসান সহ্য করতে হল তাঁর সংস্থাকে। অন্যদিকে ব্যাপক ক্ষতি হয়েছে এলআইসি-রও। দুই ক্ষতি একসঙ্গে যোগ করলে ক্ষতির পরিমাণ প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা হবে। দেশের শীর্ষস্থানীয় ১০টি সংস্থার মধ্যে ৫টিরই লোকসান হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ২.২৫ লক্ষ কোটি টাকা। আবার এর পাশাপাশিই দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলির মার্কেট ক্যাপে ৭০,৪৬৭.৬৩ কোটি টাকা লাভ হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি লাভ করেছে টাটা গোষ্ঠীর সবথেকে বড় সংস্থা টিসিএস। দ্বিতীয় সবথেকে লাভজনক সংস্থা ছিল সুনীল মিত্তলের এয়ারটেল। দুই সংস্থার সম্মিলিত লাভের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। বাকি ২০ হাজার কোটি টাকা লাভ করেছে আরও তিন সংস্থা।

গত সপ্তাহে ভারতীয় শেয়ারবাজারে দরের ব্যাপক পতন হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ১,৪৭৫.৯৬ পয়েন্ট বা ১.৯৯ শতাংশ কমে ৭২,৬৪৩.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। শুধু শুক্রবারই সেনসেক্সে ৪৫৩.৮৫ পয়েন্টের পতন হয়েছিল। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটিতে ২ শতাংশ পতন হয়েছে। তবে, নিফটি এখনও ২২০০০ পয়েন্টের উপরে রয়েছে। কোন কোন সংস্থার কতটা করে লোকসান এবং কোন কোন সংস্থার কতটা করে লাভ হল, দেখে নিন এক নজরে –

ব্যাপক লোকসানের মুখে পড়েছে এই সংস্থাগুলি –

– দেশের সেরা ১০ সংস্থার মধ্যে ৫টির মার্কেট ক্যাপ কমেছে ২,২৩,৬৬০ কোটি টাকা।

– দেশের বৃহত্তম শিল্প গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ৮১,৭৬৩.৩৫ কোটি টাকা কমে ১৯,১৯,৫৯৫.১৫ কোটি টাকা হয়েছে৷

– দেশের বৃহত্তম বিমা সংস্থা এলআইসি-র বাজার মূল্য ৬৩,৬২৯.৪৮ কোটি টাকা কমে ৫,৮৪,৯৬৭.৪১ কোটি টাকা হয়েছে৷

– দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মার্কেট ক্যাপ ৫০,১১১.৭ কোটি টাকা কমে ৬,৫৩,২৮১.৫৯ কোটি টাকা হয়েছে৷

READ  Paytm Payments Bank: আরবিআই-এর সময়সীমা শেষ হওয়ার আগেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের চেয়ারম্যানের ইস্তফা

– দেশের বৃহত্তম এফএমসিজি, অর্থাৎ, ফাস্ট-মুভিং কনস্যুমার গুডস সংস্থাগুলির অন্যতম, হিন্দুস্তান ইউনিলিভারের মার্কেট ক্যাপ ২১,৭৯২.৪৬ কোটি টাকা কমে ৫,৪৬,৯৬১.৩৫ কোটি টাকা হয়েছে৷

– দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৬,৩৬৩.১১ কোটি টাকা কমে ৭,৫৭,২১৮.১৯ কোটি টাকা হয়েছে।

মার্কেট ক্যাপ বেড়েছে যে সংস্থাগুলির –

– দেশের শীর্ষস্থানীয় ১০ সংস্থার মধ্যে ৬টির মার্কেট ক্যাপ ৭০,৪৬৭.৬৩ কোটি টাকা বেড়েছে।

– দেশের বৃহত্তম আইটি সংস্থাগুলির অন্যতম, টিসিএস-এর মার্কেট ক্যাপ ৩৮,৮৫৮.২৬ কোটি টাকা বেড়ে ১৫,২৫,৯২৮.৪১ কোটি টাকা হয়েছে৷

– দেশের বৃহত্তম টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম, ভারতী এয়ারটেলের মার্কেট ক্যাপ ১১,৯৭৬.৭৪ কোটি টাকা বেড়ে ৬,৮৯,৪২৫.১৮ কোটি টাকা হয়েছে৷

– দেশের বৃহত্তম এফএমসিজি সংস্থাগুলির অন্যতম, আইটিসির মার্কেট ক্যাপ ৭,৭৩৮.৫১ কোটি টাকা বেড়ে ৫,২৩,৬৬০.০৮ কোটি টাকা হয়েছে৷

– দেশের বৃহত্তম আইটি সংস্থাগুলির অন্যতম, ইনফোসিসের মূলধন ৭,৪৫০.২২ কোটি টাকা বেড়ে ৬,৭৮,৫৭১.৫৬ কোটি টাকা হয়েছে৷

– দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৪,৪৪৩.৯ কোটি টাকা বেড়ে ১১,০৩,১৫১.৭৮ কোটি টাকা হয়েছে৷


Please Share With Your Friends