সৎ উপায়ে কী কী ভাবে রোজগার করা যায় জানুন

কারও অধীনে চাকরি করা (ফুল-টাইম জব, পার্ট-টাইম জব, কন্ট্রাকচুয়াল জব, সিজনাল জব ইত্যাদি 

নিজে নিজেই স্বনির্ভর হওয়া (ফ্রীল্যানসিং, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দোকান দিয়ে পণ্য বিক্রি করা, ডাইরেক্ট সেলিং ইত্যাদি)

পরিষেবা প্রদান, যেমন ল্যাপটপ মোবাইল রিপেয়ার, পণ্য বা খাবার ডেলিভারি, প্লাম্বিং,  টিকিট বুকিং ইত্যাদি 

অন্যের ব্যবসায় বিনিয়োগ করা (স্টক, বন্ড, ফিক্সড ডিপোজিট, কমোডিটি, রিয়েল এস্টেট, ফান্ডস ইত্যাদি) 

আপনার শুধুমাত্র স্কুল-কলেজের শিক্ষা আপনাকে 1 এবং 2 নাম্বার শ্রেণীতে রাখবে 

স্কুল-কলেজের শিক্ষা'র বাহিরে এমন কিছু স্কিল আছে যা আপনাকে 3 এবং 4 নাম্বারে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে । 

যদি একাধিক উপার্জনের পথ না খুঁজে রাখেন, তাহলে সারাজীবন চাকরি করে যেতে হবে। 

সাইড বা প্যাসিভ ইনকাম এর উপায় জানতে আসুন আমাদের ওয়েবসাইট এ 'আগামীর বার্তা' Agamir Barta www.agamirbarta.com