Finance News

DA বাড়াল মোদী সরকার, রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে ৩৬ শতাংশ!

Published

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় উপহার মোদী সরকারের। বৃহস্পতিবার (৭ মার্চ), কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিএ, অর্থাৎ, মহার্ঘ্যভাতা ৪ শতাংশ বাড়াল। ফলে, এখন থেকে মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ্যভাতা হিসেবে পাবেন। ডিএ-র পাশাপাশি মহার্ঘ্য ত্রাণ বা ডিআর-ও ৪ শতাংশ বাড়িয়েছে সরকার। ডিএ দেওয়া হয় সরকারি কর্মচারীদের, আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের। এর ফলে, এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই ডিএ এবং ডিআর-এর নয়া হার কার্যকর হবে। এর পাশাপাশি বাড়ানো হয়েছে কর্মচারীদের এইচআরএ, অর্থাৎ, আবাসিক ভাতাও।

এদিন, কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই বর্ধিত হারের ডিএ দেওয়ার জন্য রাজকোষ থেকে ১২,৮৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয়। একবার জানুয়ারিতে, আরেকবার জুলাই মাসে। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে শেষবার ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময়ও মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ ৪ শতাংশ করেই বাড়ানো হয়েছিল। এদিন কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ানোয়, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ফারাক আরও বাড়ল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। শেষ রাজ্য বাজেটে, মমতা বন্দ্যোপাধ্যায় ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। তবে, তারপরও ডিএ-র ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ৩২ শতাংশ ফারাক ছিল রাজ্য সরকারি কর্মচারীদের। এদিন সেই পারাক বেড়ে ৩৬ শতাংশ হল।

কতটা বেতন বাড়বে য় সরকারি কর্মচারীদের? ধরা যাক কারও মাসিক বেতন ৫০,০০০ টাকা। বেসিক পে, বা, মূল বেতন হিসেবে তিনি পান ১৫,০০০ টাকা। তাহলে, তিনি এর আগে ডিএ পেতেন মাসে ৬,৯০০ টাকা করে। যা মূল বেতনের ৪৬ শতাংশ। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পর, ওই কর্মচারী প্রতি মাসে ডিএ হিসেবে পাবেন ৭,৫০০ টাকা করে। ফলে, আগের তুলনায় তিনি প্রতি মাসে ৬০০ টাকা করে বেশি পাবেন।

READ  আপনার জমা রাখা টাকা নিয়ে LIC কী করে, জানেন?

এদিন মন্ত্রীসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের এলপিজি গ্যাস সিলিন্ডারে যে ৩০০ টাকা করে ভর্তুকি দেয় সরকার, তার মেয়াদ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর জন্য সরকারের ব্যয় হবে ১২,০০০ কোটি টাকা। ২০২৪-২৫ মরসুমের জন্য কাঁচা পাটের ন্যূনতম সমর্থন মূল্য হিসেবে প্রতি কুইন্টালে ৫,৩৩৫ টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। ফলে, আগের মরসুমের তুলনায় প্রতি কুইন্টালে এমএসপি ২৮৫ টাকা বেড়েছে। জাতীয়-স্তরের ইন্ডিয়াএআই মিশনের জন্য ১০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এছাড়া, উত্তর-পূর্ব ভারতে শিল্পায়নের জন্য ১০,২৩৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের অনুমোদন করেছে মন্ত্রিসভা।


Please Share With Your Friends