Finance News

Digital Rupee: ভবিষ্যতে কি টাকা উঠে যাবে? কী এই E-Rupee? কীভাবে কাজ করবে অনলাইন মুদ্রা?

Updated

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

নয়া দিল্লি: সময়ের সঙ্গে ভারতীয় মুদ্রাতেও এসেছে পরিবর্তন। বদলেছে নোটের ধরন থেকে রং। বাজারে ২০০০ টাকার নোট এসে, কয়েক বছরের মধ্যেই তা বিদায়ও নিয়েছে। দুই বছর আগে, ২০২২ সালে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) এনেছে ডিজিটাল রুপিও (Digital Rupee)। এবার ডিজিটাল রুপি নিয়েই আরও এক ধাপ এগোল রিজার্ভ ব্যাঙ্ক। অনলাইনের পর এবার অফলাইনেও ডিজিটাল রুপি আনার ঘোষণা করা হল।  

মনিটারি পলিসি কমিটির বৈঠকের পরই, গত ৮ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, শীঘ্রই অফলাইনেও সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি আনা হবে। সিবিডিসি-আর বা ই-রুপি অফলাইন লেনদেনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। অর্থাৎ যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল বা নেই, সেখানেও ই-রুপি দিয়ে লেনদেন করা যাবে। পাহাড় থেকে সমুদ্র, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলেও এই পদ্ধতিতে লেনদেন শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, “সিবিডিসি রিটেল পাইলট প্রকল্পে বর্তমানে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের সাহায্যে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে এবং এক ব্যক্তির থেকে ব্যবসায়ীর কাছে  ডিজিটাল রুপি ব্যবহার করে লেনদেন করা যায়। এবার অফলাইনেও এই ব্যবস্থা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি সংস্থাগুলি নিশ্চিত করবে যে সুবিধার জন্যই এই আর্থিক লেনদেন হচ্ছে। একইভাবে, কর্পোরেট সংস্থাগুলিও তাদের কর্মীদের বিজনেস ট্রাভেলের জন্য এই লেনদেন ব্যবহার করতে পারবেন।”

আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল বা সীমিত, সেখানে অফলাইনে এই ডিজিটাল রুপি ব্যবহার করা যাবে। ভ্যালিডিটি পিরিয়ডের মতো অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে অফলাইনে ই-রুপি লেনদেনের ক্ষেত্রে। এই পরিষেবা চালুর জন্য মাল্টিপল অফলাইন সলিউশনের পরীক্ষা করা হবে পাহাড়ি, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে।  ধাপে ধাপে এই পরিষেবা চালু করা হবে।

ডিজিটাল রুপি কী?

ডিজিটাল রুপি বা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC) হল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের জারি করা মুদ্রা নোটগুলির ডিজিটাল রূপ। এই ডিজিটাল মুদ্রা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন লেনদেনে ব্যবহার করা হয়। এই ব্যবস্থা পুরোদমে চালু হলে, পকেটে আর টাকা নিয়ে ঘুরতে হবে না। অনলাইনে ডিজিটাল কারেন্সি ব্যবহার করেই লেনদেন করা যাবে। ২০২২-২৩ আর্থিক বছরের বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, শীঘ্রই আরবিআই ডিজিটাল মুদ্রা চালু করবে। ব্লকচেইন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে চলবে আরবিআইয়ের ডিজিটাল রুপি।

তবে ইউপিআই ব্যবস্থার থেকে কিছুটা আলাদা ডিজিটাল রুপি। ইউপিআই হল অনলাইন লেনদেনের মাধ্যম। সেখানেই ডিজিটাল রুপি হল সেই লেনদেনের টোকেন। ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার করে এই লেনদেন করা হবে। রিজার্ভ ব্য়াঙ্কের ব্যালেন্স শিটেও এই লেনদেনের উল্লেখ থাকবে।

ডিজিটাল রুপির সুবিধা-

ডিজিটাল রুপি বা সিবিডিসি-র সবথেকে বড় সুবিধা হল আর্থিক ঝুঁকি থাকবে না।
ডিজিটাল রুপিতে লেনদেনের খরচ অনেকটাই কমবে।
যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক এই কারেন্সির উপরে নজরদারি করবে, তাই আর্থিক প্রতারণার ঝুঁকি থাকবে না। বেআইনি লেনদেনও হবে না।
ডিজিটাল মুদ্রার কোনও মেয়াদ থাকে না বলে আজীবন তা ব্যবহার করা যাবে।

READ  Gold Loan: এই সংস্থার উপর গোল্ড লোনে নিষেধাজ্ঞা জারি করল RBI

Please Share With Your Friends