Finance News

Electric Vehicle: গাড়ি কিনুন আরও সস্তায়, ৫০০ কোটি খরচে প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার

Published

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

নয়া দিল্লি: ইলেকট্রিক গাড়ি এবার মিলবে আরও সস্তায়। দু চাকা এবং তিন চাকার গাড়ির বিক্রি বাড়াতে কেন্দ্রীয় সরকার একটি নতুন স্কিম ঘোষণা করেছে। ৫০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয়েছে, যাতে গাড়ি আরও সস্তা হয়ে যাবে। এই ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম (EMPS) আগামী ১ এপ্রিল থেকে বাস্তবায়িত হবে বলে জানা গিয়েছে। এটি চার মাসের জন্য বৈধ হবে।

কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র নাথ পাণ্ডে বুধবার জানিয়েছেন যে ইএমপিএস স্কিমের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি দেশে বৈদ্যুতিক দুই চাকার এবং তিন চাকার গাড়ির বিক্রি বাড়াতে সাহায্য করবে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সরকার ফেম টু (FAME-II) স্কিমের অধীনে বরাদ্দ বাড়িয়ে ১১ হাজার ৫০০ কোটি টাকা করেছিল। আগে এই প্রকল্পের বাজেট ছিল ১০ হাজার কোটি টাকা। ভারী শিল্প মন্ত্রক বলেছিল যে এই ভর্তুকি ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত বিক্রি হওয়া দুই চাকার, তিন চাকার গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

৩.৩৩ লক্ষ ইলেকট্রিক দুই চাকার গাড়ি বিক্রি করার জন্য ৩৩৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর তিন চাকার গাড়ির জন্য় ১২৬ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

এরপর ঘোষণা করা হবে ফেম ৩ স্কিম। ২০২৪-এ রেজিস্ট্রেশ হলে সেই গাড়ি ওই স্কিমের আওতায় পড়বে। ২০১৯ সালে ফেম ২ চালু করা হয়েছিল। ভর্তুকি দিয়ে বিক্রি করা হয়েছে ১৩ লক্ষ দু চাকার গাড়ি ও ১৫০৬১৩ টি তিন চাকার গাড়ি।


Please Share With Your Friends
READ  Cognizant Layoffs: একধাক্কায় ৭৬০০ কর্মী কমেছে Cognizant-এ, বড় কারণ AI?