Finance News

Food Deliver App: জোম্যাটো, সুইগি-কে টক্কর দিতে আসছে Tata-র ফুড ডেলিভারি অ্যাপ, কবে থেকে চালু হচ্ছে এটি?

Updated

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

মুম্বই: ফুড ডেলিভারি অ্যাপ হিসাবে বর্তমানে বিশেষ জনপ্রিয় প্ল্যাটফর্ম হল, সুইগি ও জোম্যাটো। এবার ফুড ডেলিভারি অ্যাপের দুনিয়ায় ঢুকছে টাটা গোষ্ঠী। সুইগি ও জোম্যাটো-কে টেক্কা দিতে শীঘ্রই আসতে চলেছে Tata Neu। মাস খানেকের মধ্যেই এই অ্যাপের ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর।

ইস্পাত শিল্প, বিমান সংস্থা থেকে শুরু করে গৃহস্থের দৈনন্দিন সামগ্রীতে পর্যন্ত টাটা গোষ্ঠীর একচেটিয়া বিস্তার রয়েছে। এবার অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মেও পদার্পণ করতে চলেছে এই সংস্থা। Tata Neu অ্যাপের মাধ্যমে খাবার থেকে শুরু করে মুদিখানার সামগ্রী, পোশাক, গয়না, এমনকি বিমানের টিকিটও বুকিং করতে পারবেন গ্রাহকেরা।

বর্তমানে এককভাবে Swiggy এবং Zomato-এর আধিপত্যে রয়েছে প্রায় ৯৬ শতাংশ বাজার। এই দুই সংস্থার কাছে চ্যালেঞ্জ হলেও এই প্ল্যাটফর্মে এখনও অনেকটাই পিছনে রয়েছে Amazon, niche startups -এর মতো সংস্থাগুলি। তবে এবার চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে টাটা।

উল্লম্ব সমষ্টিকারীর কাছ থেকে নগণ্য চ্যালেঞ্জ রয়েছে। Tata Neu এর ইউনিফাইড শপিং প্রোপোজিশন সহ বিভিন্ন বিভাগ জুড়ে ভোক্তা ওয়ালেটের একটি সমন্বিত শেয়ারকে লক্ষ্য করতে পারে।

খাদ্য সরবরাহ টাটা ছাতা অ্যাপের জন্য প্রতিদিনের ব্যস্ততা এবং ধরে রাখার জন্য প্রচুর প্রতিযোগিতামূলক সম্ভাবনার প্রতিশ্রুতি দেয় এবং ONDC-এর মাধ্যমে পরিপক্ক ইকমার্স ইকোসিস্টেম থেকে উপকৃত হয় যা হাজার হাজার হাইপারলোকাল বিক্রেতাদের কাছে লেভেল প্লেয়িং অ্যাক্সেসিবিলিটি সহজতর করে।


Please Share With Your Friends
READ  Traffic Rule: হেলমেট না পরেই রাস্তায়? একদিনে কতবার জরিমানা হতে পারে জানলে আর ভুল করবেন না