Finance News

PM Modi: সর্বকালের সেরা, ভারতের জিডিপি বৃদ্ধির নয়া রেকর্ড দেখে উচ্ছসিত পোস্ট মোদীর

Published

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

নয়া দিল্লি: ভারত যেন লম্বা রেসের ঘোড়া। বড় দৌড়ের জন্যও শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ২০২৭ সালের মধ্যে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করার লক্ষ্যমাত্রাও নিয়ে ফেলেছে ভারত সরকার। টিভি-৯ নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্পষ্ট বলতে শোনা গিয়েছিল শীঘ্রই বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে ভারত। ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার সর্বকালের সব রেকর্ড ভেঙে ফেলেছে। অক্টোবর-ডিসেম্বর মাসে তা ৮.৪ শতাংশ। এই পরিসংখ্যান সামনে আসতেই এক্স হ্যান্ডেলে উচ্ছ্বসিত পোস্ট করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।  

পোস্টের মধ্য দিয়েই জিডিপির শ্রীবৃদ্ধির জন্য দেশবাসীকে শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন মোদী। পোস্টে মোদী লেখেন, ‘২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি ৮.৪ শতাংশ বৃদ্ধি আদপে ভারতের অর্থনীতির শক্তি ও ক্ষমতারই প্রতিফলন। আরও অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের সর্বক্ষণের চেষ্টা চলছে। আমাদের চেষ্টা চলছে বিকশিত ভারতের হাত ধরে ১৪০ কোটি ভারতবাসীকে আরও উন্নত জীবন উপহার দেওযার। সেই লক্ষ্যে আমরা আরও দ্রুত অর্থনৈতিক উন্নতির চেষ্টা করব।’

Robust 8.4% GDP growth in Q3 2023-24 shows the strength of Indian economy and its potential. Our efforts will continue to bring fast economic growth which shall help 140 crore Indians lead a better life and create a Viksit Bharat!

— Narendra Modi (@narendramodi) February 29, 2024

লোকসভা ভোটের মুখে ভারতের শ্রীবৃদ্ধির এই খতিয়ান ও মোদীর এই টুইট পদ্ম শিবিরকে আলাদা করে মাইলেজ দেবে বলেই মত ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের। অন্যদিকে মরগ্যান স্ট্য়ানলির রিপোর্টেও আবার ভারতের এই অর্থনৈতিক উন্নতির খতিয়ান ধরা পড়েছে। মরগান স্ট্যানলি তাদের ‘দ্য ইন্ডিয়া অপর্চুনিটি’ রিপোর্টে বলেছে, ২০২২ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল ২৪০০ ডলার। যা আগামী ১০ বছরে ৩৬০০ ডলারে পরিণত হবে। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক আঙিনায়। এদিকে যেভাবে করোনা মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশ, যেভাবে বিগত কয়েক বছরে দেশীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আরও বেশি করে ভারতে আসছেন সেখানে নতুন মাইলফলক ছোঁয়া ভারতের জন্য শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। 


Please Share With Your Friends
READ  Adani-Mahindra Deal: আদানির বড় পরিকল্পনা, বদলে যেতে পারে বৈদ্যুতিক গাড়ির দুনিয়াই