Finance News

Reliance-Disney merger: মিলে-মিশে গেল রিলায়েন্স-ডিজনি! বউকেই গুরু দায়িত্ব দিলেন মুকেশ অম্বানি

Published

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

মুম্বই: আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে বুধবার (২৮ ফেব্রুয়ারি), তাদের মিডিয়া ব্যবসাকে একীভূত করার জন্য এক চুক্তি স্বাক্ষর করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভায়াকম১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড, এবং ওয়াল্ট ডিজনি কোম্পানি। এই চুক্তি অনুযায়ী, এক আদালত-অনুমোদিত ব্যবস্থার মাধ্যমে, ভায়াকম১৮-এর মিডিয়া বিভাগ, স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে একত্রিত হবে। চুক্তির শর্ত অনুযায়ী, দুই সংস্থা একীভূত হওয়ার ফলে যে নয়া সংস্থা তৈরি হবে, তাতে ১১,৫০০ কোটি টাকা লগ্নি করবে রিলায়েন্স। যৌথ উদ্যোগের মোট লেনদেনের পরিমাণ হবে ৭০,৩৫২ কোটি টাকা। একত্রীকরণ প্রক্রিয়া শেষ হলে, এই নয়া সংস্থার নিয়ন্ত্রণ প্রধানত রিলায়েন্স ইন্ডার্ট্রিজ লিমিটেডের হাতেই থাকবে। মুকেশ অম্বানীর সংস্থার হাতে থাকবে ওই সংস্থার ৪৬.৮২ শতাংশের মালিকানা। আর, ডিজনির হাতে থাকবে ৩৬.৮৪ শতাংশের মালিকানা৷

আরও জানা গিয়েছে, এই যৌথ উদ্যোগের চেয়ারপার্সন হবেন মুকেশ অম্বানির স্ত্রী নীতা অম্বানি। ভাইস চেয়ারপার্সন হিসেবে উদয় শঙ্কর এই যৌথ উদ্যোগের দিকনির্দেশ করবেন। নিয়ন্ত্রক এবং তৃতীয় পক্ষের অনুমোদন সাপেক্ষে মিডিয়া সম্পদের দিক থেকে, এই নয়া সংস্থায় কিছু অতিরিক্ত অবদান রাখতে পারে ডিজনি। বিনোদন এবং খেলাধুলার কনটেন্টের বিচারে, এই যৌথ উদ্যোগ ভারতের শীর্ষস্থানীয় টিভি এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে। কালার্স, স্টারপ্লাস, স্টারগোল্ড এবং স্টার স্পোর্টস, স্পোর্টস১৮-এর মতো চ্যানেলগুলি এই নয়া উদ্যোগের মাধ্যমে এক ছাতার নীচে আসছে। সেই সঙ্গে জিওসিনেমা এবং হটস্টারের মতো দুটি সম্বৃদ্ধ ওটিটি প্ল্যাটফর্ম এক জায়গায় আসছে। এই নয়া উদ্যোগের দর্শক সংখ্যা শুধু ভারতেই ৭৫ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয় দর্শকদের সংখ্যাটাও নেহাত কম হবে না।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি বলেছেন, “এটি একটি যুগান্তকারী চুক্তি। ভারতীয় বিনোদন শিল্পে একটি নতুন যুগের সূচনা হতে চলেছে। সবসময়ই আমরা ডিজনিকে বিশ্বের অন্যতম সেরা মিডিয়া গোষ্ঠী বলে মনে করি। এই যৌথ উদ্যোগ গঠন নিয়ে আমরা অত্যন্ত উত্তেজিত। এর ফলে, সারা দেশে দর্শকদের কাছে সাশ্রয়ী মূল্যে আমরা অতুলনীয় কনটেন্ট সরবরাহ করতে পারব। রিলায়েন্স গ্রুপের অংশীদার হিসেবে আমরা ডিজনিকে স্বাগত জানাচ্ছি।”

READ  Paytm Service: আজ থেকে বন্ধ Paytm-এর কোন কোন সার্ভিস?

অন্যদিকে, দ্য ওয়াল্ট ডিজনি সংস্থার সিইও বব ইগার বলেছেন, “ভারত হল বিশ্বের সবথেকে বড় উপভোক্তা বাজার। যৌথ উদ্যোগে গঠিত এই সংস্থাকে নিয়ে আমরা উত্তেজিত। ভারতীয় বাজার এবং উপভোক্তাদের সম্পর্কে রিলায়েন্সের গভীর উপলব্ধি রয়েছে। আমরা একসঙ্গে এই দেশের অন্যতম শীর্ষস্থানীয় মিডিয়া সংস্থা তৈরি করব। এই সংস্থার মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে অনেক অনেক ডিজিটাল পরিষেবা এবং বিনোদন এবং ক্রীড়া সামগ্রীপৌঁছে দিতে পারব। ২০২৪-এর এর শেষ ত্রৈমাসিকে বা ২০২৫-এর প্রথম ত্রৈমাসিকে এই চুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।


Please Share With Your Friends