Finance News

Share Market Rising: RBI এর এক সিদ্ধান্তেই ঝড় উঠল শেয়ার মার্কেটে, চড়চড়িয়ে বাড়ছে এই ৫ স্টকের দাম

Published

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

কলকাতা: এপ্রিলের জন্য নতুন মুদ্রানীতি সামনে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। চলতি অর্থবছর ২০২৪-২৫ এর জন্য এটাই আরবিআইয়ের প্রথম মুদ্রানীতি। যা সামনে আসতে না আসতেই বুল রান ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারগুলি? কিন্তু কেন? দেখা যাচ্ছে এবারও আরবিআই রেপো রেটে কোনও পরিবর্তন করেনি। বর্তমানে রেপো রেট সাড়ে ৬ শতাংশেই দাঁড়িয়ে আছে। এই নিয়ে টানা সপ্তমবার রেপো রেটে কোনও পরিবর্তন করল না আরবিআই। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্কিং সেক্টর RBI-এর সিদ্ধান্তকে খুব পছন্দ করছে। সেই কারণেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ব্যাঙ্কিং শেয়ারের সূচকে (ব্যাঙ্ক নিফটি) বৃদ্ধি দেখা যাচ্ছে। 

এদিন সকালে বাজার খুলতে না খুলতেই বড় লাফ দেখা যায় ব্যাঙ্ক নিফটি-র শেয়ারগুলিতে। আরবিআই-এর মুদ্রানীতি আসার সঙ্গে সঙ্গেই ড়তে শুরু করে। সকাল সাড়ে ৯টা নাগাদ ব্যাঙ্ক নিফটি ছিল ৪৭,৯৭০.৯৫ পয়েন্টে। সকাল ১০.০৫ মিনিটে থেকে হু হু করে বাড়তে শুরু করে। কিছু সময়ের মধ্য়েই এটি ৪৮,১৫০ পয়েন্টে পৌঁছে যায়। সকাল ১১টার মধ্যে এটি ৪৮,১৯৮.০৫ পয়েন্টের স্তরে পৌঁছে যায়। 

আমরা যদি ব্যাঙ্কিং সেক্টরের শীর্ষ শেয়ারের দিকে তাকাই, তাহলে শীর্ষ ৫ সংস্থার মধ্যে রয়েছে  PNB, HDFC ব্যাঙ্ক, AU Small Finance Bank, Kotak Mahindra Bank এবং State Bank of India (SBI)। ওয়াকিবহাল মহলের ধারনা, এদিন বিকাল পর্যন্ত কেনাকাটার পর এদিন এই সব স্টকই সর্বোচ্চ রিটার্ন দিতে পারে। তবে একইসঙ্গে ব্যাঙ্কিং খাতের কিছু শেয়ারের দামে পতনও দেখা গিয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে সামান্য পতন দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতি দুই মাস অন্তর মুদ্রানীতি পর্যালোচনা করে। রেপো রেট এবং রিভার্স রেপো রেট পরিবর্তন করা হয়। শেষবার রেপো রেটে পরিবর্তন হয়েছিল তেইশ সালের ফেব্রুয়ারিতে। তারপর থেকে তা সাড়ে ৬ শতাংশে রয়ে গিয়েছে। 


Please Share With Your Friends
READ  Paytm: নামে কী আসে যায়! ‘বদনাম’ শুরু হতেই রাতারাতি নাম পাল্টে ফেলল Paytm ই-কমার্স