Finance News

State Bank of India Share Price: ইলেক্টোরাল বন্ডের খোঁচায় বিদ্ধ SBI? শেয়ার দরে লাগাতার পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

Published

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

কলকাতা: ইলেক্টোরাল বন্ড নিয়ে টানাপোড়েন চলছিলই। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে কোন দল নির্বাচনী বন্ডে কত টাকা পেয়েছে সেই তথ্য নির্বাচন কমিশনের হাতে চলে এসেছে। প্রকাশ্যে এসে গিয়েছে যাবতীয় তথ্য। তা নিয়েই শোরগোল চলছে রাজনৈতিক মহলে। এদিকে পরিসংখ্যান বলছে গত এক সপ্তাহে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শেয়ারে প্রায় ৫৮ শতাংশ পতন দেখা গিয়েছে। এদিনও দিনভর কেনাকাটার পর দেখা গেল শেয়ার দরে ৯.১৫ শতাংশ পতন হয়েছে। 

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১৩ মার্চ বুধবার সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় জানায় ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২৪-এর ১৫ ফেব্রুয়ারি, অর্থাৎ, যেদিন সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে, সেই দিন পর্যন্ত মোট ২২,২১৭টি নির্বাচনী বন্ড কেনা হয়েছে। আদালতে দেওয়া হলফনামাতেই এসবিআই জানিয়েছিল এর মধ্যে ২২,০৩০টি বন্ড ভাঙিয়েছে রাজনৈতিক দলগুলি। বাকি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে জমা করা হয়েছে। এই তথ্য সামনে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি নাগরিক মহলেও হইচই শুরু হয়ে গিয়েছিল। ১১ মার্চ থেকে ধারাবাহিক পতন দেখা গিয়েছে এসবিআইয়ের শেয়ারে। 

শেয়ার বাজারের পরিসংখ্যান বলছে, গত ৫২ সপ্তাহে এসবিআইয়ের শেয়ার প্রতি সর্বোচ্চ দর উঠেছে ৭৯৩ টাকা ৪০ পয়সা। একই সময়ে সবথেকে কম দাম ছিল ৫০১.৫৫ টাকা। বর্তমানে সংস্থার মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে ৬,৬১,০৯১ কোটিতে। এদিন বাজার বন্ধের সময় দেখা যায় এসবিআইয়ের শেয়ার দর দাঁড়িয়ে আছে ৭৩১.৯০ টাকায়। ১৪ মার্চ একসময় যা ৭৪০ এর গণ্ডি পার করে ফেলেছিল। 


Please Share With Your Friends
READ  Gold Price Today: সোনায় সোহাগ কি করতে পারবেন গয়নাপ্রেমীরা? জেনে নিন আজকের সোনার দর