Finance News

Indian Economic Growth: জাপান, জার্মানিকে টপকে যাবে ভারত, হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি

Published

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

নয়াদিল্লি: আগামী কয়েক বছরে শ্রীবৃদ্ধি হবে ভারতীয় অর্থনীতির। ২০১৭ সালের মধ্যেই তা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। জাপান, জার্মানির মতো প্রযুক্তি এবং অর্থনীতির দিক থেকে উন্নত দেশকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে ভারত। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে জেফেরিজ নামের এক আন্তর্জাতিক সংস্থা। আগামী চার বছরে ভারতের অর্থনীতি ৫ লক্ষ কোটি ডলারের সীমা ছাড়াবে বলে জানিয়েছে ওই সংস্থা। ২০৩০ সালে ভারত ১০ লক্ষ কোটির বাজারে পরিণত হবে। ভারতের অর্থনীতির এই বিপুল সম্প্রসারণ বিশ্বের লগ্নির গন্তব্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বের বিভিন্ন দেশের অনেক লগ্নিকারীর কাছেই ভারতের বাজারে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে থাকা অসম্ভব হবে বলে উঠে এসেছে রিপোর্টে।

জেফেরিজ সম্প্রতি এক রিপোর্টে বলেছে, “এক দশক আগে বিশ্বের নবম বৃহত্তম অর্থনীতি থেকে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে।” ভারতের অর্থনীতি বৃদ্ধির কারণ হিসাবে মোদী সরকারের একাধিক সংস্কারমূলক পদক্ষেপের উল্লেখও করা হয়েছে। ঋণখেলাপি আইন, জিএসটি লাগু, রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্ট, নোটবদলের মতো একাধিক পদক্ষেপের উল্লেখ করা হয়েছে। স্বল্পমেদায়ে কিছু ‘অসুবিধা’ তৈরি হলেও দীর্ঘমেয়াদে এই পদক্ষেপকে ‘ভালো’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে যখন মন্দা মন্দা ভাব তখনই ভারতের অর্থনীতি এগিয়ে চলছে। এই বিষয়টিও উল্লখিত হয়েছে। সেখানে বলা হয়েছে, “বিশ্বের বৃহত্তম অর্থনীতির অধিকাংশের যখন বৃদ্ধি হ্রাস থাকবে, তখন ভারতের আর্থিক বৃদ্ধি ৬ শতাংশের বেশি হবে।”


Please Share With Your Friends
READ  Richest people of India: দেশের ধনকুবেরা সবথেকে বেশি কোন জিনিস কিনতে পছন্দ করেন জানেন?