Finance News

Investment in India: আসছে ১২০০ কোটির বিশাল বিনিয়োগ, দেশেরই এক সংস্থার সঙ্গে চুক্তি তাইওয়ান টেক জায়ান্টের

Updated

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

কলকাতা: তাইওয়ানের সবচেয়ে বড় কোম্পানি ফক্সকন ভারতের জন্য নতুন নাম নয়। অ্যাপলের বৃহত্তম প্রস্তুতকারক ফক্সকন ভারতে আরও পোক্তভাবে পা রাখার চেষ্টা করছে। এর জন্য কোম্পানিটি ভারতে সেমিকন্ডাক্টর ব্যবসায় প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে। যার জন্য কোম্পানি প্রথমে বেদান্তের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত নিলেও পরে ফক্সকনকে বেদান্ত ছাড়তে হয়। যদিও সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী  অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) দেশবাসীকে আশ্বস্ত করে বলেছিলেন, বেদান্ত ও ফক্সকন উভয় সংস্থাই আলাদা আলাদাভাবে ভারতের সেমি-কন্ডাকটর মিশন পূরণের লক্ষ্যে কাজ করবে। এখন যে খবর এসেছে সত্যিই তা খুবই বিস্ময়কর। 

সূত্রের খবর, তাইওয়ানের ইলেকট্রনিক্স জায়ান্ট ফক্সকন এখন এইচসিএল গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে ভারতে একটি চিপ অ্যাসেম্বলি এবং টেস্টিং প্ল্যান্ট তৈরি করতে চলেছে। যার জন্য বিড চাইছে। কোম্পানিটি এই প্রকল্পের জন্য প্রাথমিক বিনিয়োগ হিসাবে ১২০০ কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছে। ফক্সকনের দাবি,তাঁরা ইতিমধ্যেই একটি জমি কিনেছে। তাঁদের সেই নিজস্ব জমিতেই তৈরি হবে প্ল্যান্ট। Foxconn Hon High Technology India Mega Development Private Limited এর দ্বারা এখন দরপত্রের জন্য আহ্বান জানানো হচ্ছে। 

যদিও এই মাসের শুরুর দিকে শোনা গিয়েছিল Foxconn চিপ প্যাকেজিং এবং পরীক্ষামূলক উদ্যোগ শুরু করতে ভারতের HCL গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করছে। তাই এবার বাস্তবের রূপ নিতে চলেছে। Foxconn ভারতে আইফোনের বৃহত্তম নির্মাতা। মোট উৎপাদনে ৬৮ শতাংশ শেয়ার রয়েছে। এরপরেই রয়েছে পেগাট্রন। তাঁদের শেয়ার ১৮ শতাংশ। তারপর উইস্ট্রন। তাঁদের শেয়ার ১৪ শতাংশ।


Please Share With Your Friends
READ  Gold Price: সোনার সোহাগে থাকুন আজ, দাম কমল আবার