Finance News

Mutual Fund: হাত দিলেই সোনা, দশ বছরে ১ হাজার শতাংশেরও বেশি রিটার্ন এই ৩ মিউচুয়াল ফান্ডের

Published

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

কলকাতা: কখনও ধুঁকছে, কখনও ঘুরে দাঁড়াচ্ছে, বিগত কয়েকদিন ধরেই তুমুল অস্থিরতা ভারতের শেয়ার বাজারে। দিশাহীন বিনিয়োগকারীরা। কোথায় বিনিয়োগে মিলবে মোটা লাভ, কোথায় বিনিয়োগেই বা পা পিছলে যেতে পারে তা বুঝতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছেন বিনিয়োগকারীরা। যদিও বাজার বিশেষজ্ঞদের মতে আসন্ন লোকসভা ভোটের পর সরকারি ঘোষণার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হলে অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। ঘুরে দাঁড়াতে পারে শেয়ার বাজার। কিন্তু, সে তো অনেক পরের কথা এখন তাহলে কোথায় বিনিয়োগ সবথেকে নিরাপদ? বাজার বিশেষজ্ঞদের একটা বড় অংশ বলছে মিউচুয়াল ফান্ডের কথা। যদিও শেয়ার বাজারে ধসের ছাপ যে মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় পড়েনি এমনটা নয়। তবে ঝুঁকিটা কিছুটা হলেও কম। 

বাজারে এমন কয়েকটি ফান্ড আছে যেগুলি বিগত এক দশকে ১ হাজার শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। তালিকায় যেমন রয়েছে Nippon India Small Cap Fund – Direct Plan – Growth, SBI Small Cap Fund – Direct Plan – Growth, তেমনই আছে Quant ELSS Tax Saver Fund – Direct Plan – Growth. কোনও ফান্ডের রিটার্ন আবার ছাপিয়ে গিয়েছে একেবারে ১২০০ শতাংশ রিটার্নের গণ্ডিও। 

সাম্প্রতিককালে মিউচুয়াল ফান্ডের অলিতে গলিতে ঘোরাফেরা করলেই বারবার নিপ্পন ও কোয়ান্টের নানা ফান্ডের কথা সামনে আসছে। বড় লাভের কথা বললেই যাঁরা একটু বাজার বোঝেন তাঁদের অনেকেই এই দুই ফান্ডের কথা বলছেন। কিন্তু, নেপথ্যে কী কারণ? পরিসংখ্যানের দিকে চোখ রাখলেও দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদে বিনিয়োগে দুই ফান্ড বড় রিটার্ন দিচ্ছে বিনিয়োগকারীদের। ১০ বছরে ১২০৫.২৯ শতাংশ রিটার্ন দিয়েছে Nippon India Small Cap Fund – Direct Plan – Growth. সেখানে দশ বছরের বিনিয়োগে ১১০৮.১২ শতাংশ রিটার্ন দিয়েছে SBI Small Cap Fund – Direct Plan – Growth. অন্যদিকে  Quant ELSS Tax Saver Fund – Direct Plan – Growth ১০ বছরে ১০২০.৮৫ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।


Please Share With Your Friends
READ  Cognizant Layoffs: একধাক্কায় ৭৬০০ কর্মী কমেছে Cognizant-এ, বড় কারণ AI?