Finance News

TATA: হাজার হাজার নতুন চাকরি, ভোল বদলে যাচ্ছে টাটাদের এই সংস্থার

Published

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

কলকাতা: দেশের বড় বড় নিয়োগকর্তাদের কথা উঠলেই বারবার সামনে আসে টাটাদের নাম। সূত্রের খবর, টাটা গ্রুপে কাজ করেন প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ। লবণ থেকে শুরু করে বিমান পরিষেবা, একাধিক ব্যবসা রয়েছে টাটাদের। বর্তমানে টাটা গ্রুপ তাদের এভিয়েশন কোম্পানিকে ঢেলে সাজাতে ব্যস্ত। এয়ার ইন্ডিয়াকে দেশের সবচেয়ে বড় বিমান সংস্থার রূপ দিতে নিরন্তর কাজ করা হচ্ছে। প্রচুর তরুণদেরও নিয়োগ দেওয়া হচ্ছে এই কোম্পানিতে। গত আর্থিক বছরে, এয়ার ইন্ডিয়া ৩৮০০ এর বেশি পাইলট নিয়োগ করেছে। 

৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরে ৩৮০০ পাইলট সহ ৫৭০০ এর বেশি কর্মচারি নিয়োগ করেছে এয়ার ইন্ডিয়া। বেড়েছে যাত্রাপথ। নতুন রুটের অংশ হিসাবে গত অর্থ বছরে ১১টি আন্তর্জাতিক রুট সহ ১৬টি নতুন রুট চালু করেছে। এই সময়ের মধ্যে, চারটি A-320neo, চোদ্দটি A-321neo, আটটি B-777 এবং তিনটি A-350 পরিষেবা দিতে শুরু করেছে। এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ক্যাম্পবেল উইলসন শুক্রবার কর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তাও দেন। সংস্থার একাধিক নতুন ভাবনা চিন্তার কথা বলেন।

তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে এয়ার ইন্ডিয়া ৩৮০০ এর বেশি ফ্লাইং স্টাফ, ১৯৫০ এর বেশি নন-ফ্লাইং স্টাফ নিয়োগ করেছে। তাতেই আরও পরিবহণ ক্ষমতা বেড়েছে সংস্থার। ১ এপ্রিল থেকে একটি নতুন অ্যাকাউন্টিং সিস্টেমও চালু করা হয়েছে সংস্থার তরফে। একইসঙ্গে নতুন অর্থবছরে সংস্থার কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। গণনা, রিপোর্টিং, অডিটিং এবং বোর্ড অনুমোদনের প্রয়োজনীয় প্রক্রিয়াগুলি সম্পন্ন হলে গোটা বিষয়টি কর্মীদের কর্তৃপক্ষের তরফে জানানো হবে বলে খবর। 


Please Share With Your Friends
READ  UPI Transaction: দেশজুড়ে UPI পেমেন্টে সমস্যা, একাধিক ব্যাঙ্কে প্রযুক্তিগত ত্রুটি